“মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশ প্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ” প্রত্যেক মানুষের মানবিক-সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও পরার্থপরতা সামাজিক সুস্থতা ও সমৃদ্ধির পূর্বশর্ত। সমাজের প্রত্যেক সদস্য যে যার অবস্থান থেকে নিজের অগ্রগতির জন্য যেমন কাজ করবে তেমনই নিজ নিজ অবস্থান থেকে অন্যদের প্রতি প্রয়োজনীয় সহায়তার হাত বাড়াবে, তাদের আচার-আচরণ অমায়িক ও পরিশিলিত হবে এটাই কাম্য। কিন্তু বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে মানবিক-সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় এবং স্বার্থপরতার প্রাধান্যই পরিলক্ষিত হচ্ছে। এই প্রেক্ষিতে, কিউ কে আহমদ ফাউন্ডেশন মানবিক-সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও পরার্থপরতায় দেশের মানুষকে, বিশেষ করে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এই কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এসমস্ত প্রবণতা যেন কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করা। একই সঙ্গে সকলকে মানবিক-সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও পরার্থপরতার পথ অনুসরণ করতে উদ্বুদ্ধ করা। প্রাথমিক পর্যায়ে সারা দেশে ৫০টি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক দূর্যোগ ব্যবস্থাপনা সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে কিউকে আহমেদ ফাউন্ডেশন ১০ উপজেলায় এই কার্যক্রম সম্পন্ন করেছে। কার্যক্রম শুরু করা হয়েছে স্কুল-কলেজে পড়ুয়া ছেলে-মেয়েদের মধ্যে। দেশের বিভিন্ন স্বনামধন্য এনজিও-র সহযোগিতায় ইতোমধ্যে ১০ উপজেলায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উপজেলাগুলো হল- টাঙ্গাইলের মির্জাপুর, গাজীপুরের কাপাসিয়া, মৌলভীবাজারের রাজনগর, চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড ও সাতকানিয়া, চুয়াডাঙ্গার জীবননগর, রাজশাহীর মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ও মানিকগঞ্জের সিংগাইর।